শনিবার, জুলাই ২৬

বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||

নওগাঁর বদলগাছীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র মোরসালিন হোসেন (সানি)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। কলেজ ছাত্র মোরসালিন হোসেন (সানি) উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের দেলোয়ার হোসেন ফারুকের ছেলে বলে জানা গেছে।

মেয়েটির বাবা জানায়, আমি কর্মক্ষেত্রে টাঙ্গাইলে থাকি। গত ১৪ মে (বুধবার) বিকালে আমার স্ত্রী ফোনে জানায় মেয়ের রক্তপাতসহ শারীরিক সমস্যা হচ্ছে। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে ডাক্তারের পরামর্শে জরুরী ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

মেয়ে জানায়, তাকে বিয়ের প্রলোভন দিয়ে কোলা বাজারের পাশে বসবাসরত ফারুক হোসেনের ছেলে মোরসালিন হোসেন (সানি) ধর্ষণ করেছে। গত বুধবার দুপুরে তাদের বাসায় কেউ না থাকার সুযোগে মোরসালিন গল্প করার জন্য স্কুল ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। মোরসালিন হোসেন (সানি) উচ্চ মাধ্যমিকে লেখা-পড়া করে।

মেয়ের বাবা আরো জানায়, বৃহস্পতিবার জয়পুরহাট হাসপাতালে কৌশলে মোরসালিনকে ডেকে নিয়ে আটকে রেখে থানায় খবর দিলে বদলগাছী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে জয়পুরহাট হাসপাতাল থেকে মোরসালিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ওই মেয়ে স্বীকারোক্তি দিয়েছে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে। সে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা করেছে। বদলগাছী থানার মামলা নং ১১, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) সংশোধনী (২০০৩) তারিখঃ ১৬/০৫/২৫ ইং সময়ঃ রাত্রি ১টায়।

গ্রেফতারকৃত মোরসালিনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *