
|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ টি কেন্দ্রে মোট ২১৩৯ জন পরীক্ষার্থীর অংশ গ্রহণে সুন্দর, সুষ্ঠু পরিবেশে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশের ন্যায় বদলগাছীতেও এসএসসি ও সমমানের অনুষ্ঠিত বাংলা ১ম পাঠ পরীক্ষা সকাল ১০ টায় আরম্ভ হয় এবং দুপুর ১টায় শেষ হয়।
১১৭৭জন ছাত্র এবং ৯৬২ জন ছাত্রীর অংশগ্রহণ করার কথা থাকলেও ৪ টি কেন্দ্রের ২১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এবিষয়ে কেন্দ্র সচিব মাসুদ রানা ও মোজাফফর হোসেন বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, পরীক্ষার পরিবেশ এখন পর্যন্ত খুব ভালো।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বলেন, আমি সব কেন্দ্র পরিদর্শন শেষে যেটা দেখেছি কোথাও কোন কমতি নেই। সর্বপরি, আমি সন্তোষ প্রকাশ করছি। আশা করি এই পরিবেশ শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।