মঙ্গলবার, জুলাই ৮

বটিয়াঘাটায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

|| বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ||

খুলনা বটিয়াঘাটার ৫নং ভান্ডারকোট ইউনিয়নের ভান্ডারকোট কুটিরহাট বাজারে পরিকল্পিত ভান্ডারকোট ফোরামের উদ্যোগে ভান্ডারকোট বটতলা থেকে ভান্ডারকোট পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত ইটের সোলিং রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসি। মঙ্গলবার (১৮ মার্চ) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরিকল্পিত ভান্ডারকোট ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় এলাকাবাসী, ছাত্র সমাজসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অবহেলিত রাস্তার সংস্কারের জোর দাবি জানান। ১৯৮৩ সালে স্থাপিত হওয়ার পর থেকে প্রায় ৪২ বছর পার হলেও রাস্তাটি কখনো দৃশ্যমান সংস্কার বা টেকসই সংস্কার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *