
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ায় শিবগঞ্জ থানা এলাকা হতে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি দল। এ সময় ওই গাঁজা বহনকারী ট্রাকসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লালমনিরহাট হতে নারায়নগঞ্জ কাচপুর গামী একটি কার্গো ট্রাক মাদকদ্রব্য গাঁজা বহন করে বগুড়ার দিকে আসতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় অধিনায়ক র্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় ২৩ জানুযারি ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ১০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি আভিযানিক দল বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন দেউলি ইউনিয়নের রহবল হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি কার্গো ট্রাক তল্লাশী করে আসামী ১। মোঃ শফিকুল ইসলাম(৩৮), পিতা-মোঃ তোতা মিয়া, মাতা-মোছাঃ রহিমা বেগম, ২। মোঃ আসাদুল ইসলাম (৩৭), পিতা-মৃত আমির আলী, মাতা-মোছাঃ আয়শা বেগম, উভয়ের সাং-দুরারকুঠি, ইউপি-সাপটিবাড়ি, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট ’কে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ১ টি কাগ্রো ট্রাক, ০৩ টি মোবাইল, ০৪ টি সীম, নগদ ৫,৬৪৫/- টাকা ও ১৬৬০০ কেজি ভুট্টা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।