
||জেলা প্রতিনিধি (বগুড়া) ||
বগুড়া জেলার শেরপুর উপজেলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ (ছয়) মাস মেয়াদের জন্য এই কমিটির অনুমোদন দেয় সংগঠনটির বগুড়া জেলা শাখা।
সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি এস এম মিনহাজুল ইসলাম (মুন্না) এবং সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে মোঃ রাজু আহমেদ (ভুট্টু)-কে সভাপতি এবং মোঃ রিপন মাহমুদ-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহিম।
৩১ সদস্যের এই কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদে রয়েছেন:
- সিনিয়র সহ-সভাপতি: মোঃ রাসেল রানা.
- সহ-সভাপতি: মোঃ রাজু মিয়া, মোঃ স্বপন বাবু এবং মোঃ সুলতান মাহমুদ.
- সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: সোহাগ কুমার.
- যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ কাওছার আহম্মেদ, রনি চন্দ্র সরকার, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ তামিম ইকবাল এবং মোঃ জয়নাল.
- সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ মিল্লাত হোসেন.
- সহ-সাংগঠনিক সম্পাদক: আকাশ কুমার.
- দপ্তর সম্পাদক: মোঃ আবু মুসা এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আবু নাঈম.
- প্রচার সম্পাদক: মোঃ আব্দুল মমিন এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মোঃ ওমর ফারুক.
- অন্যান্য সম্পাদকীয় পদ: অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বাবু শেখ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আবু বক্কার, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদ হাসান এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ তানভীর হাসান জুয়েল-কে মনোনীত করা হয়েছে।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে আকাশ চন্দ্র সরকার, মোঃ আল আমিন, মোঃ অনিক হাসান, মোঃ রিমন হাসান, মোঃ জাকারিয়া হোসেন, শাকিল কুমার শিং এবং মোঃ আলী হাসানকে রাখা হয়েছে।
সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটি শেরপুর উপজেলায় তরুণদের অধিকার আদায়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
