সোমবার, জুলাই ৭

বগুড়ায় ৭ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ২ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||

বগুড়া সদর উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে রাস্তার পূর্ব পাশে রংপুর হতে বগুড়াগামী Hicher ২০.১৬ নামীয় ঢাকা মেট্রো-ট-১৮-৯৪১৭ নং ট্রাক গাড়ী তল্লাশী করে ৭ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১ জন পলাতক রয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) বগুড়া সদর থানা সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’সার্কেল, জেলা কার্যালয়, রবিবার (১৯ জানুয়ারি) ভোর ৫ টায় অভিযান পরিচালনা করে Hicher ২০.১৬ নামীয় ঢাকা মেট্রো-ট-১৮-৯৪১৭ নং ট্রাক গাড়ীটি গতিরোধ করে থামায় এবং চালকের আসনে বসা মোঃ এরশাদুল হক (৪৬) (ড্রাইভার) ও ২নং আসামী মোঃ আশিকুর রহমান(২৪) (হেলপার) দ্বয়কে আটক করে। উক্ত গাড়িটির ড্রাইভারের সীটের পিছনে লুকায়িত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৭ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ট্রাক গাড়ীটি চাবিসহ জব্দনামা মূলে জব্দ করে মামলা দায়ের করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ এরশাদুল হক (৪৬) (ড্রাইভার), পিতা মৃত. উমর আলী ও মোঃ আশিকুর রহমান (২৪) (হেলপার), পিতা মোঃ মনিরুজ্জামান, উভয়ের স্থায়ী সাং কৃষ্ণপুর মিয়াপাড়া, ওয়ার্ড নং-৮, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম। মোঃ আব্দুস ছাত্তার (৪৩) (পলাতক), পিতা মোঃ মুসাব্বার আলী, সাং- নাওডাঙ্গা, প্রামানিকটারী, থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং- ১৯(খ) ও ৪১ এবং ২৬(১) ধারায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *