|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||
গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন “যুবঅধিকার পরিষদ” এর পক্ষ থেকে বগুড়া সদর উপজেলার অসহায়, দুঃস্থ ও দরিদ্র শীতার্ত মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮জানুয়ারি) বিকেল ৩ টায় সদর উপজেলার লাহেরি পাড়া ইউনিয়নের স্থানীয় মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য, ভিপি নূরুল হক নূরের গণঅধিকার পরিষদ গত বছর নির্বাচন কমিশনের ৫১ তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছে।
সংগঠনটির বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবঅধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি মো: লবলু হাসান সুমন।
প্রধান অতিথি লবলু হাসান সুমন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে গণঅধিকার পরিষদ বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে গরিব অসহায় মানুষের পাশেই থাকবে।আমাদের এই পথ চলায় সকলের দোয়া ও সহযোগিতা একান্তকাম্য।
সভাপতির বক্তব্যে মোঃ ইসরাফিল আলম বলেন, গণমানুষের দল গণঅধিকার পরিষদ। জনগণের অধিকার নিয়ে সংগ্রাম করে যাচ্ছে যুবঅধিকার পরিষদ। সংগঠনটির হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে আহ্বান জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার সহ-সভাপতি মমিনুর রহমান, সহ-সভাপতি মো: মিজানুর রহমান, বগুড়া সদর উপজেলার সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, সহ দপ্তর সম্পাদক অনন্ত হোসেন নিরব, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: আবু সাইদ, যুবনেতা মোঃ তাজুল ইসলাম, মোঃ মোর্শেদ মিল্টন, সরকারি আজিজুল হক কলেজের ছাত্রনেতা আফ্রীদি, মাফি, সাজিদ প্রমুখ।
বগুড়া সদর ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ একত্রে কম্বল বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করে ।