মঙ্গলবার, জুলাই ১

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||

বগুড়ার কাহালুতে বজ্রপাতের কবলে পড়ে মোহাম্মদ আকন্দ (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদ আকন্দ গতকাল শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ধানের চারা রোপণের কাজ শুরু করেন। আজ রবিবার সকালে মেঘের গর্জনসহ হালকা বৃষ্টিতে মাঠে বীজতলায় ধানের চারা ওঠাচ্ছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *