বৃহস্পতিবার, জুলাই ৩১

বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুই নারীকে গলাকেটে খুন: অভিযুক্ত গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||

বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বৃদ্ধাসহ একই পরিবারের দুই নারীকে গলাকেটে খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৈকত হাসান শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার মো. সোহেল ইসলামের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

তিনি জানান, অভিযুক্ত সৈকত নিজেকে লুকিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলো। তবপ পুলিশের চৌকস টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি সৈকতকে নিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ।

এর আগে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ওই দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে।

নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *