মঙ্গলবার, জুলাই ২৯

বগুড়ায় থেমে থাকা ট্রাকে ধাক্কা; ঘুমন্ত ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||

বগুড়ার মহাস্থানে একটি থেমে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়ার ঘটনায় মনির হোসেন (২৮) নামের এক ট্রাক চালক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন হেলপার লায়ন মিয়া (২৫), যিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মনির পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে এবং আহত লায়ন মিয়া একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দশ চাকার বালুবাহী ট্রাক মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকায় এসে পিছন দিক থেকে থেমে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় নিহত মনির হোসেন ক্যাবিনে ঘুমাচ্ছিলেন এবং হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা যায়। ধাক্কার ফলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে মনির ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ৪ ঘণ্টা আটকা পড়ে থাকার পর ড্রাইভারের মরদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয়রা অভিযোগ করেন, উন্নতমানের উদ্ধার সরঞ্জামের অভাবে দ্রুত উদ্ধার সম্ভব হয়নি। ব্যবহৃত ক্রেন ও রেকার প্রয়োজনীয় সক্ষমতা না থাকায় ঘটনাস্থলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল পাঠাই। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, অদক্ষ ও ঘুমন্ত অবস্থায় হেলপার গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *