|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||
বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি মোঃ জিহাদ হোসেন (২০) কে পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। সে শহরের রহমান নগর এলাকার আব্দুস সালামের পুত্র। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি এবং সাতটি বিভিন্ন সাইজের দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এক সময়ের কিশোর গ্যাং এর সদস্য জিহাদ হাতে অস্ত্র পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে শহরের রহমাননগর এলাকাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় ব্যবসায়ী ও নীরিহ লোকজনের নিকট থেকে চাঁদাবাজী করতো।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ জিহাদ হোসেনের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই এবং মাদকের ৭টি মামলা রয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।