|| নিজস্ব প্রতিবেদক ||
জামালপুরের বকশীগঞ্জে “সহযোগী মুক্তিযোদ্ধা” বানানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুর ইসলাম, নুরুল হক, আবদুল কুদ্দুস, ও আলমাছ আলী প্রমুখ বক্তব্য রাখেন। তারা জানান, বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের মোর্শেদুজ্জামান চান মিয়া সরকার ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক মানুষকে “সহযোগী মুক্তিযোদ্ধা” বানানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতিজনের কাছ থেকে ৩,৫০০ টাকা করে আদায় করেছেন।
এই প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা এবং তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।