সোমবার, জুলাই ২১

বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা থেকে পড়ে শিক্ষার্থী আহত, স্কার্ফ ও ব্লেড উদ্ধার

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||

জামালপুরের বকশীগঞ্জে ছয় তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছে আলো সাথী (১৩) নামে এক স্কুলছাত্রী। সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বকশীগঞ্জ পৌর এলাকার জেলখানা রোডের বাসিন্দা বাবু মিয়ার মেয়ে এবং বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে বিদ্যালয়ের ছয়তলায় উঠে আলো সাথী নিচে ঝাঁপ দেন। সহপাঠীদের চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার চেষ্টা হতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ব্লেড ও স্কার্ফ উদ্ধার করেছে। বিষয়টি তদন্তে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সাংবাদিকের ফোনকল এড়িয়ে যান। সহপাঠীরাও ঘটনার কারণ বলতে রাজি হননি। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *