
|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি (জামালপুর) ||
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র জমা প্রদান উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক ময়নুর হোসেন সম্পদ ও জাহিদুল ইসলাম জাহিদ, সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জু। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহিনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন বকশীগঞ্জ জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মাওলানা রুহুল আমিন। দোয়া শেষে নেতৃবৃন্দ দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
