শনিবার, জুলাই ২৬

বকশীগঞ্জে বিএনপি’র আয়োজনে বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

|| আহম্মেদ সায়েম | স্টাফ রিপোর্টার ||

বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করেছে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে বকশীগঞ্জ উপজেলা সদরে একটি বিশাল র‍্যালি বের করা হয়, যেখানে দলীয় নেতাকর্মীরা বৈশাখী পোশাকে, বাদ্যযন্ত্র ও নানা সাংস্কৃতিক উপকরণসহ অংশ নেন।

র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব লাভলু, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন বছরের এই শুভক্ষণে বক্তারা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *