
|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||
জামালপুরের বকশীগঞ্জে নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার জব্বারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় ঈদগাহ মাঠ সংলগ্ন জামরুল ইসলামের একমাত্র ছেলে। সে নানাবাড়ি বেড়াতে আসে জব্বারগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। দুপুরে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ডুবুরি দল উদ্ধার অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।