বৃহস্পতিবার, অক্টোবর ৯

বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়। পরে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা। এসময় কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য চাহিদা পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পোনা মাছ নিধন রোধে মৎস্যজীবীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বকশীগঞ্জে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *