
|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||
বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা উন্নয়নে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে একটি প্রাণবন্ত নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। তিনি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা এবং চুরি প্রতিরোধে আরও বেশি সচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “চুরির প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।” বাড়ির নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা সচল রাখার জন্য বাড়ির মালিকদের গুরুত্ব দিয়ে অনুরোধ করেন তিনি।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে মাদক মামলা তদন্তে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তাঁরা বলেন, প্রতিটি তদন্ত প্রক্রিয়া যেন আইন মেনে ও স্বচ্ছভাবে পরিচালিত হয়।
সমাবেশে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে সমাবেশটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এই সমাবেশে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, এর মাধ্যমে বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে।