শনিবার, মে ২৪

ফ্রিডরিশ ম্যার্ৎস দ্বিতীয় দফায় জার্মানির চ্যান্সেলর নির্বাচিত

|| আন্তর্জাতিক ডেস্ক ||

প্রথম দফায় হেরে যাওয়ার পর কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফার ভোটে পার্লামেন্ট সদস্যদের সমর্থন পেয়ে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফ্রিডরিশ ম্যার্ৎস। মঙ্গলবার (৬ মে) বিকেলে দ্বিতীয় দফায় তড়িঘড়ি করে আয়োজন করা এক অধিবেশনে ৩২৫ জন আইনপ্রণেতা তার পক্ষে ভোট দেন। চ্যান্সেলর হতে তার প্রয়োজন ছিল ৩১৬ ভোট।

সিএনএন জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর গত মাসে একটি জোট সরকার গঠনের ঘোষণা দেন ম্যার্ৎস। মঙ্গলবার সকালেই প্রথম দফার ভোটে তিনি ৬ ভোটের জন্য হেরে যান—যা ছিল জার্মান রাজনৈতিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এতে তার নেতৃত্বাধীন জোটের অভ্যন্তরীণ অসন্তোষ ও অনিশ্চয়তা স্পষ্ট হয়ে ওঠে।

জার্মান প্রেসিডেন্টের অনুমোদন পাওয়ার পর ম্যার্ৎস আনুষ্ঠানিকভাবে চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করবেন। তবে তার যাত্রা হচ্ছে একটি টালমাটাল পরিস্থিতিতে। মঙ্গলবারের ভোটে তার জোটের ভেতর দ্বিধা-সংকোচ ধরা পড়েছে এবং কট্টর-ডানপন্থী এএফডি পার্টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে।

মার্জের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছিল। জার্মানির বৈচিত্র্যময় রাজনৈতিক বাস্তবতায় এটি একটি স্বাভাবিক ঘটনা। এরপর ম্যার্ৎস মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) দলের সঙ্গে জোট গঠনের ঘোষণা দেন।

জার্মানির দুই প্রধান ধারার রাজনৈতিক দলের এ বিরল ঐক্যে কট্টর-ডানপন্থী এএফডি ক্ষমতার বাইরে থেকে যায়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মান রাজনীতির ‘ফায়ারওয়াল’ বা কট্টর-ডানপন্থীদের ঠেকিয়ে রাখার চেষ্টার অংশ ছিল। যদিও সেই বাধা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *