সোমবার, জানুয়ারি ১২

“ফ্যাসিস্ট আমলের কলঙ্ক মুছতে সময় লাগবে, নির্বাচন ঠেকানো যাবে না” —আইজিপি বাহারুল আলম

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতীতের ফ্যাসিস্ট আমলে পুলিশের ওপর যে কলঙ্ক ও অবিশ্বাসের বোঝা চেপে বসেছে, তা কাটাতে সময় লাগবে। তবে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর বয়রায় পুলিশ লাইন্সে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “নির্বাচন ঠেকানো যাবে না। ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে যদি ৫০০ কেন্দ্র বন্ধও হয়, বাকিগুলোতে ভোট হবে। মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, এটা আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও জানান, সাধারণ মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে এবং ভোট নিয়ে উদ্দীপনা বাড়ছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমের সহযোগিতায় নির্বাচনের পূর্ববর্তী নাশকতা বা বিশৃঙ্খলা দমন সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশের একার পক্ষে নাশকতা দমন সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষের সহযোগিতা অপরিহার্য। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি স্বীকার করেন, অতীতে পুলিশকে নিয়ে নানা অভিযোগ ছিল—অবৈধ আটক, কোর্টে না পাঠানো, অতিরিক্ত বলপ্রয়োগ, ক্রসফায়ার, গুমসহ নানা অপচর্চা।
“এসব এক দুর্বল সরকারের বৈশিষ্ট্য। আমরা এখন শক্ত অবস্থানে দাঁড়াতে চাই—আইন ও নীতির ভিত্তিতে,” বলেন তিনি।

বর্তমান পুলিশ বলপ্রয়োগ না করে সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সেই পুলিশ হতে চাই না—যে গালি শুনলেই গুলি করবে। সন্ত্রাস দমন করবো আইনগত প্রক্রিয়ায়, ক্রসফায়ার দিয়ে নয়।”

সাংবাদিকদের প্রতি পূর্ববর্তী সময়ে বাধা দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
“আমরা সাংবাদিকদের থামাতে চাই না। বরং বলবো—আসুন, দেখুন, রিপোর্ট করুন। সত্য গোপন করার কিছু নেই।”

তিনি জানান, পুলিশের সব ইউনিটে প্রশিক্ষণ অব্যাহত আছে। গত তিনটি নির্বাচনে বিতর্ক থাকায় এবার সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

আইজিপির ভাষায়, “সবাই খুবই উজ্জীবিত। ইনশাআল্লাহ, আমাদের ওপর যে দায়িত্ব এসেছে, তা সঠিকভাবে পালন করতে পারবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *