শুক্রবার, অক্টোবর ১০

ফেনীতে ৩ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রমিক দলের পক্ষ থেকে ফেনীতে বন্যাকবলিত তিন হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দেয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাতে ছাগলনাইয়ার রেজুমিয়াতে এই ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়। বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ সংসদীয় আসনে দলের সাংগঠনিক সমম্বয়ক রফিকুল আলম মজনুসহ স্থানীয় বিএনপি ও শ্রমিক দলসহ অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে ৬০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও জেলার বন্যাকবলিত বিভিন্ন স্থানে বাকি ২৪০০ পরিবারে ত্রাণসামগ্রী বিতরণের জন্য জেলা শ্রমিক দলের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শিমুল বিশ্বাস কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই হাজার বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *