
|| ডাঃ আনোয়ার সাদাত ||
ফেক নিউজ হচ্ছে ভুল তথ্য , বিভ্রান্তিকর তথ্য, ভুয়া খবর, ভুয়া ভিডিও ইত্যাদি । সংবাদমাধ্যমে এসব ‘হলুদ সাংবাদিকতা’ কিংবা ‘গণবিরোধী সাংবাদিকতা’ নামেও পরিচিত। সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন ‘ফেক নিউজ’।
ফেক নিউজ এমন এক ধরনের হুমকি বা জঘন্য বিষয়, যার বিরুদ্ধে শুধু সংবাদমাধ্যমের একার পক্ষে লড়াই করা সম্ভব নয়। এটাকে প্রতিরোধ করার জন্য দরকার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা ও জন সচেতনতা। ফেক নিউজের উপাদানগুলি হয় সম্পূর্ণ মিথ্যা অথবা আংশিকভাবে সত্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়। ফেক নিউজ সাধারণত একটি নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য তৈরি ও প্রচার করা হয়। যেমন- কারো সম্মানহানি করা, রাজনৈতিক ফায়দা হাসিল করা বা অনলাইনে অর্থ উপার্জন করা। এটা বিশ্বাসযোগ্য ওয়েবসাইটের মত করে তৈরি করা হয়, যা সাধারণ মানুষের কাছে আসল সংবাদ হিসেবে গ্রহণ যোগ্য হওয়ার সম্ভবনা থাকে।
ফেক নিউজের কারণে সমাজে ভুল ধারণা, ঘৃণা এবং অবিশ্বাস, বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই, এই ধরনের সংবাদ সম্পর্কে সচেতন থাকা এবং সত্যতা যাচাই করা আমাদের সকলের উপর কর্তব্য বা জরুরী, তা ছাড়া যাচাই-বাছাই না করে লাইক, শেয়ার করা আমাদের উচিৎ নয়।
লেখক: আলোকিত দৈনিকের নিজস্ব প্রতিবেদক (খুলনা)।