শুক্রবার, অক্টোবর ১০

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২৮৪টি ভারতীয় অ্যান্ড্রয়েড ফোন জব্দ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মোবাইল যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে চোরাকারবারীরা বিজিবির ধাওয়া এড়িয়ে পালিয়ে গেলেও ফেলে যাওয়া মালামাল উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসারের দেওয়া তথ্যমতে, জব্দ করা ২৮৪টি বিভিন্ন মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫২ হাজার টাকা। অভিযানে জব্দ করা এসব ভারতীয় মোবাইলের বিষয়ে চোরাকারবারীদের পরিচয় শনাক্ত এবং তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির টহলদল মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নাগরাজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক কিছু ব্যক্তিকে সীমান্ত পথে আসতে দেখে বিজিবি টহলদল ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা বস্তা তল্লাশি করে ভারতীয় উৎপাদিত ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।” তিনি সীমান্ত এলাকার জনগণকে চোরাচালান প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় বিজিবিকে সহায়তা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *