
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ৭৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
নবগঠিত কমিটিতে পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুলকে আহ্বায়ক, দক্ষিণ শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল সরকারকে প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ২নং আটিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সদস্য সচিব এমারুল হক টুটুল এবং যুগ্ম আহ্বায়ক মিনহাজুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটির নেতারা ফুলবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।