
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু জবাই করে পঁচা মাংস বিক্রির উদ্দেশ্যে দোকানে নেওয়ার সময় এক কসাইকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
আটক কসাইয়ের নাম শাহিনুর রহমান (৪২)। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাহিনুর রহমান একটি বস্তায় করে পঁচা মাংস নয়াবাজারের দোকানে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে তাঁকে থামিয়ে বস্তা খুলে দেখা হয়। বস্তার ভেতর থেকে দুর্গন্ধযুক্ত ও অসুস্থ গরুর মাংস বের হয়। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “শাহিনুর রহমানকে জনতা আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। অভিযোগ রয়েছে, ওই মাংস ল্যাম্পি রোগে আক্রান্ত গরুর। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, অসুস্থ ও পঁচা মাংস বিক্রি করে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি করা হচ্ছিল।