
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সমীর রঞ্জন সেন তুষার (২৫), তিনি ওই গ্রামের শ্রী বিশ্বনাথ সেন ও শ্রীমতি গীতা রানী সেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সমীর রঞ্জন সেন মানসিকভাবে কিছুটা অস্থির প্রকৃতির ছিলেন। তিনি মাঝেমধ্যেই রাগের বশে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন। এর আগে তিনি একটি মোবাইল ফোনও ভেঙে ফেলেছিলেন।
সম্প্রতি কাশিপুর মহাবিদ্যালয় থেকে ডিগ্রি পরীক্ষায় অংশ নেন সমীর, কিন্তু ফলাফল সন্তোষজনক না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। নিহতের মা গীতা রানী সেন জানান, পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়ায় তিনি ছেলেকে বলেন, “তুই বারবার ফেল করিস, আর তোর বাবা আমাকে বকাঝকা করে। তোর আর লেখাপড়া করার দরকার নেই।” মায়ের এই কথায় অভিমান করেই সমীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।