
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য Eskuf সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজার (মুন্সীটারী) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ নুর ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার বসতবাড়ির রান্নাঘরের খড়ির মাচার নিচ থেকে একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতর থেকে ৮ (আট) বোতল ভারতীয় মাদকদ্রব্য Eskuf সিরাপ জব্দ করা হয়।
আটককৃত নুর ইসলাম কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজার (মুন্সীটারী) এলাকার মৃত মানিক উল্লাহ’র ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্যগুলো ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।