
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৫ টায় ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে ফুলবাড়ী ডিগ্রি কলেজ হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, আহ্বায়ক, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, কুড়িগ্রাম জেলা শাখা; অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, কুড়িগ্রাম জেলা শাখা; মোর্শেদ আলম, প্রধান শিক্ষক, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় ও সম্পাদক, ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী পরিষদ; কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুব মিয়া; সাবেক অধ্যাপক নাজমুননাহার বিউটি খাতুন, রাজারহাট মীর মোশারফ হোসেন ডিগ্রি কলেজ; এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরবক মিয়া, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা।
সংলাপে আলোচকরা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ঘোষণা করেন যে, আগামী ১৯ এপ্রিল কুড়িগ্রাম জেলায় কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক সেলিম ভূঁইয়া এক সমাবেশে উপস্থিত থাকবেন। তিনি সকল শিক্ষক-কর্মচারীদের এই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।
সংলাপে বক্তারা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং চাকরি জাতীয়করণের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।