মঙ্গলবার, জুলাই ২৯

ফুলবাড়ীতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রত্যাহারের পাঁচ দফা দাবিতে উত্তাল ছাত্র-জনতা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের বদলি আদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশম মাইল পর্যন্ত গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশে পরিণত হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “যে কর্মকর্তার বিরুদ্ধে অতীতে বিভিন্ন কর্মস্থলে ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যিনি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও অভিযুক্ত হয়েছেন, তাঁকে ফুলবাড়ীতে দায়িত্ব দেওয়া শিক্ষা ব্যবস্থার ওপর চরম অবিচার।”

আন্দোলনকারীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ১৭ জুলাই ২০২৫ তারিখের বদলির অফিস আদেশ (স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০১.১৯.০৩৮.২৪–২৮৮) বাতিলের জোর দাবি জানান এবং নিম্নোক্ত পাঁচ দফা দাবি উত্থাপন করেন:

দুপুরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুমের কাছে স্মারকলিপি পেশ করেন। ইউএনও বলেন, “শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া দাবি গ্রহণ করা হয়েছে এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।”

বিক্ষোভকারীরা জানান, দাবিগুলো আগামী দুই কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার মাধ্যমে কঠোর আন্দোলনে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *