রবিবার, আগস্ট ২৪

ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৪ গবাদিপশু

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে এক অসহায় কৃষকের গোয়ালঘর ভস্মীভূত হয়ে চারটি গবাদিপশু পুড়ে মারা গেছে। রবিবার (২৪ আগস্ট) ভোর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক শামসুল হকের গোয়ালঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা দৌড়ে আসলেও গোয়ালঘরে আটকে থাকা তিনটি গরু ও একটি ছাগলকে আর বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গোয়ালঘরসহ গবাদিপশু সম্পূর্ণ ভস্মীভূত হয়। সৌভাগ্যবশত বসতবাড়ি আগুনের কবল থেকে রক্ষা পায়।

পরিবারের ধারণা, গোয়ালঘরে রাখা কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি।

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ঘটনাটি নিশ্চিত করে বলেন, “শামসুল হক একজন গরীব কৃষক। এই দুর্ঘটনায় তিনি নিঃস্ব হয়ে গেছেন। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করা হবে।”

স্থানীয়দের মতে, জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে লালনপালন করা গবাদিপশুই ছিল শামসুল হকের একমাত্র ভরসা। আগুনে সেই সম্বল হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *