মঙ্গলবার, মে ২০

ফুলবাড়ীতে ঋণের চাপে নৈশপ্রহরীর আত্মহত্যা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋণের চাপে আত্মহত্যা করেছেন বাদশা মিয়া (৪০) নামের এক চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদশা মিয়া ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা মিয়া বিভিন্ন ব্যক্তি ও ব্যাংক থেকে ঋণগ্রহণ করেছিলেন। কিন্তু সময়মতো এসব ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তিনি চরম হতাশায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় পারিবারিক অশান্তিও দেখা দেয়।

রবিবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে পরিবারের অজান্তে ইঁদুর মারার বিষপান করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *