রবিবার, আগস্ট ২৪

ফুলবাড়ীকে সাত দিনে মাদকমুক্ত করা হবে — পুলিশ সুপার মাহফুজুর রহমান

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

“পুলিশই জনতা, জনতাই পুলিশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম এবং সঞ্চালনা করেন পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহবুব লিটু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক, নাওডাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল হোসেন, সাংবাদিক নাজমুল হাসান, কলেজছাত্র হামিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, “ফুলবাড়ী উপজেলায় যারা মাদক সেবন করতে আসে তাদের আনাগোনা এবং যেসব স্থানে মাদক বিক্রি হয়, সেসব স্পট আগামী সাত দিনের মধ্যে বন্ধ করার জন্য ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। ওসি আমাকে আশ্বস্ত করেছেন— ইনশাআল্লাহ কাজ হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই ফুলবাড়ী মাদকমুক্ত হবে।”

তিনি আরও বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংস করছে। তাই মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। পুলিশ-জনতার যৌথ প্রচেষ্টাতেই সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক এখন একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে রক্ষায় মাদক নির্মূল কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা সাধারণ মানুষের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশের গৃহীত উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় তারা শুধু পুলিশ প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান। বক্তারা মনে করেন, মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ বাস্তবায়নে ফুলবাড়ী থানার প্রতিটি পুলিশ সদস্য সর্বাত্মক চেষ্টা চালাবে। মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে যা যা প্রয়োজন সবকিছুই করা হবে।”

এ সময় স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনের প্রতি আস্থা প্রকাশ করে এবং মাদক ও অপরাধ দমনে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *