
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা জেলার ফুলতলা থানা পুলিশ পৃথক অভিযানে নিষিদ্ধ লিকুইড ESKUF সিরাপ ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে।
সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফুলতলা থানাধীন দামোদর এলাকায় রাস্তা চেকপোস্ট ডিউটির সময় ৯২ বোতল নিষিদ্ধ লিকুইড ESKUF সিরাপসহ মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৪০)কে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া এতিমখানা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সকাল ৭টা ৪৫ মিনিটে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোহাম্মদ নাঈম ওরফে ভুলু (৫০) এবং রুনা বেগম (৪৫)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০ কেজি গাঁজা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সুযোগ বুঝে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখতেন।
এ ঘটনায় ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
