রবিবার, অক্টোবর ১২

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||

ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তৌহিদি জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) জোহর নামাজ শেষে এই বিক্ষোভ মিছিলটি উপজেলার বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

মিছিলে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ‘ইসরাইলের বর্বরতা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করো’, ‘মুসলিম উম্মাহ এক হও’—ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “ইসরাইল একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে, অথচ বিশ্ব বিবেক নীরব। আমরা এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু ও সাধারণ জনগণের ওপর চালানো হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে। এই বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও বিশ্ব সংস্থাগুলোকে আরও দৃঢ় অবস্থান নিতে হবে।”

পথসভায় উপস্থিত ছিলেন স্থানীয় ইমাম, সমাজসেবক ও বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিনিধিরা। শান্তিপূর্ণভাবে মিছিল ও পথসভা শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *