
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||
ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে। আজ শুক্রবার (২১ মার্চ) শহরের স্থানীয় বাজার স্টেশন চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজাসহ শহর শাখার নেতৃবৃন্দ।
নেতারা জাতিসংঘ মহাসচিবের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনতা ছাত্রদেরকে আহ্বান জানান।
