বৃহস্পতিবার, অক্টোবর ৯

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় আল-কুদস কমিটির বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||

ফিলিস্তিনের গাজায় পাশবিক হামলা ও নিরীহ গাজাবাসীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে আজ বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে বিক্ষোভকারীরা ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ, জায়োনবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাক ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে এক সমাবেশে মিলিত হন।

সমাবেশে আল-কুদস কমিটির নেতৃবৃন্দ ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান।

বক্তারা বলেন, আজকে সারা বিশ্বের মুসলিমরা বিক্ষোভে ফেটে পড়েছে। সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। সন্ত্রাসী ইসরায়েল আমাদের মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে। তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে। বক্তারা ইহুদীবাদী সেনাদের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং তাদের এই নৃশংস অপরাধযজ্ঞ বন্ধ করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহবান জানান।

বক্তারা আরো বলেন, আজ মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনে বিশ্ব মানবতাকে উজ্জীবিত করতে হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদীবাদী ইসরায়েলের পাশবিক হামলা অব্যাহত রয়েছে।

সম্প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার উপর পুনরায় সামরিক আগ্রাসন শুরু করে। নতুন করে শুরু হওয়া এই হামলায় ১,৩৬৭ জনেরও বেশি শহীদ হয়েছেন। এর ফলে ৭ অক্টোবর, ২০২৩ থেকে গাজায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০,০৮২ জনে এবং আহতের সংখ্যা ১,৭৩,৪০৮ জনে দাঁড়িয়েছে।
গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। নেতৃবৃন্দ অবিলম্বে গাজা ও রাফায় নির্মম ও নিষ্ঠুর গণহত্যা বন্ধ করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন আল কুদস কমিটি বাংলাদেশের সহ-সভাপতি ডক্টর জহির উদ্দিন মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন আল কুদস কমিটি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল কুদস কমিটি বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী অ্যাডভোকেট মুসলিম বিন হাই, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, আলোকিত দৈনিক পত্রিকার সম্পাদক সাংবাদিক ওমর ফারুক, আল কুদস কমিটি বাংলাদেশের সহকারী অর্থ সম্পাদক জনাব ফারুক আহমাদ, বিশিষ্ট সমাজসেবক জনাব এফ এম আলী হায়দার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *