
|| সেলিম হোসেন মায়া জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল এগারোটায় পানছড়ি বিএনপির কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ দিদার হোসেনর সভাপতিত্বে মিছিলটি বাজার প্রদক্ষিন করে জিয়া স্কোয়ারে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতে নামাজরত মুসল্লিদের উপর নির্যাতনের নিন্দা জানান।সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, ছাত্রদলের সভাপতি মোঃ দিদার হোসেন-সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।