
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||
ফিলিস্তিনের গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখা। সোমবার (৭ এপ্রিল) বাদ আসর সিরাজগঞ্জ জেলা শহরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম ও জেলা জামায়াত নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলটির শহর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা আমির তার বক্তৃতায় বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য মুসলিমদের পক্ষ নেব না এটা হতে পারে না প্রয়োজনে আমরা রাজপথে মুসলমানদের পক্ষে সব সময় লড়াই করবো, তবুও ইহুদিদের কাছে আমরা মাথা নত করবো না। সবাইকে ইহুদি পণ্য বর্জন করার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।