|| হাফেজ মু. হাসান জামান ||
ইসলামে নারীদের সম্মান ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদীসের মধ্যে ফিতনা (বিশৃঙ্খলা) থেকে নিজেদের রক্ষা করার নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনে নারীরা কীভাবে নিজেদের হিফাজত করতে পারে, সেই বিষয়ে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ।
১. পর্দা পালনের মাধ্যমে হিফাজত:
নারীদের জন্য ফিতনা থেকে রক্ষার প্রথম ও প্রধান উপায় হলো পর্দা পালন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা কুরআনে বলেছেন:
“আর আপনি মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নীচু রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে।” (সূরা নূর, ২৪:৩১)
হাদিসে রাসূল (সা.) বলেছেন:
“যে নারী পর্দা রক্ষা করে এবং তার দেহকে আচ্ছাদিত করে, সে আল্লাহর নিকট পূর্ণ সম্মানের অধিকারী।” (আবু দাউদ)
২. শালীনতা বজায় রাখা:
নারীদের শালীনতা ও মর্যাদা রক্ষা করা ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“শালীনতা ঈমানের অংশ।” (বুখারি ও মুসলিম)
কুরআনেও বলা হয়েছে:
“আর যেসব নারী মুমিন, তাদেরও বলুন, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে এবং প্রকাশ্য সৌন্দর্য দেখাতে পারে না।” (সূরা নূর, ২৪:৩১)
৩. মেলামেশার ক্ষেত্রে সীমারেখা মানা:
নারীরা যদি ফিতনা থেকে বাঁচতে চায়, তাহলে তাদের মেলামেশার ক্ষেত্রে ইসলামী নির্দেশনা মেনে চলা উচিত। রাসূল (সা.) বলেছেন:
“যখন নারী ও পুরুষ একসাথে হয়, তখন শয়তান তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে অবস্থান করে।” (তিরমিজি)
এই হাদিসের আলোকে, পুরুষদের সাথে বিনা প্রয়োজনে একান্তে মেলামেশা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।
৪. ইসলামিক জ্ঞান অর্জন:
ফিতনা থেকে বাঁচতে নারীদের সঠিক ইসলামিক জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ বলেন:
“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন।” (সূরা মুজাদালাহ, আয়াত:১১)
৫. আল্লাহর ওপর ভরসা রাখা:
ফিতনা থেকে বাঁচার সর্বশেষ উপায় হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। কুরআনে বলা হয়েছে:
“যারা আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট।” (সূরা তলাক, আয়াত:৩)
মোটকথা, নারীরা যদি পর্দা পালন, শালীনতা রক্ষা, মেলামেশার সীমারেখা মানা, ইসলামিক জ্ঞান অর্জন এবং আল্লাহর ওপর ভরসা করে চলে, তাহলে তারা ফিতনা থেকে নিজেদের হিফাজত করতে সক্ষম হবে। ইসলামের মূল নির্দেশনাগুলি মানলে নারীরা পৃথিবীতে সম্মানিত জীবনযাপন করতে পারবে এবং আখিরাতেও পুরস্কৃত হবে ইনশাআল্লাহ্।
লেখক : ইসলামী গবেষক, রংপুর।