
|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া’র) কেন্দ্রীয় বিপ্লবী সভাপতি, তৃণমূল ফারিয়ার আস্থা ও ভরসার প্রতিক হাবিবুর রহমান হাবিবকে হত্যার হুমকির প্রতিবাদে সলঙ্গা মডেল ফারিয়া’র আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় সলঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সলঙ্গা মডেল ফারিয়ার সভাপতি মো: আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, সারাদেশের ফারিয়া’র আস্থাভাজন শ্রদ্ধেয় নেতা কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিব আমাদের ন্যায্য দাবী আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তখনই চট্রগ্রামে রেনেটা ফার্মা পিএলসির আরএসএম শামীম ফারিয়া সদস্যদের ন্যায্য দাবী আদায় থেকে সরিয়ে ফেলতে হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। শুধু তাই করে ক্ষান্ত হয়নি, তাঁকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যার হুমকি প্রদান করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল অপপ্রচারকারী এবং হুমকি প্রদানকারীদের শাস্তি দাবি করছি।
এসময় প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন সলঙ্গা মডেল ফারিয়ার সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সদস্য, আবু রায়হান, বাদশাহ মিয়া, আব্দুল আলীম, বদিউজ্জামান, সুদীপ, বিপ্লব কুমার, হামিদুল ইসলাম প্রমুখ।
