
|| নিজস্ব প্রতিবেদক ||
প্রেসিডেন্সী ইউনিভার্সিটির কালচার ক্লাবের উদ্যোগে “রবীন্দ্র-নজরুল জয়ন্তী” উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১১টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে মঞ্চায়িত হয় কবিতা আবৃত্তি, গান ও নাচ প্রতিযোগিতার আয়োজন।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী। অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন বুলবুল ইসলাম ও বদরুন্নেসা ডালিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ডিপার্টমেন্ট প্রধানবৃন্দ, পরিক্ষা নিয়ন্ত্রক, স্টুডেন্ট এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস ও এডমিন ডিরেক্টর, এডমিশন ও পাবলিক রিলেশন্স অফিসের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য যে, প্রেসিডেন্সী ইউনিভার্সিটির কিছু সাহিত্যানুরাগী শিক্ষার্থী নিজ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সাহিত্যকর্ম পাঠের পাশাপাশি বিশ্ব-সাহিত্যের চর্চার একটি ক্ষেত্র প্রস্তুত করার সংকল্পে “অপরিচিতা” নামে একটি নাটক মঞ্চায়িত করেন। তাদের এই সংঘের অন্যতম প্রধান লক্ষ্য- বিশ্ব-সাহিত্যের গুরুত্বপূর্ণ সব সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্মকে সৃজনশীল উপায়ে উদযাপন করা। আর এই প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থীরা প্রথমেই বেছে নিয়েছে বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁদের সাহিত্যকর্মকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়েছে “রবীন্দ্র-নজরুল জয়ন্তী”। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ছিল রবীন্দ্রনাথের নাটক “অপরিচিতা” প্রধানতম কিছু দৃশ্যের মঞ্চায়ন এবং মনোমুগ্ধকর পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান ও নাচ। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির।