রবিবার, মে ১৮

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়মান সাদিকের অনুপ্রেরণামূলক সেশন: এআই নিয়ে ভাবনার নতুন দিগন্ত

|| নিজস্ব প্রতিবেদক ||

শনিবার (১৭ মে) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক অনন্য শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক সেশন, যেখানে অতিথি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিক্ষাবিদ ও ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এটি ছিল তাঁর তৃতীয়বারের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আগমন।

এবারের আলোচনার মূল বিষয় ছিল — “এআই ও ভবিষ্যতের শিক্ষা”। আয়মান সাদিক তাঁর স্বভাবসিদ্ধ প্রাণবন্ত উপস্থাপনায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের জীবন, শিক্ষা ও ভবিষ্যৎকে রূপান্তরিত করছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এআইকে ব্যবহার করো শেখার জন্য, শুধু স্ক্রল করার জন্য নয়। সময়ের সঠিক ব্যবহার করো, এবং প্রযুক্তিকে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য কাজে লাগাও।”

সেশনে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা এআই, ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন করেন, যার উত্তর আয়মান সাদিক খুব সহজ ভাষায় ও উৎসাহব্যঞ্জকভাবে দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ধরণের সেশন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখে। আয়মান সাদিকের উপস্থিতি ও মূল্যবান বক্তব্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও উদ্দীপনাময় করে তোলে।

প্রসঙ্গত, আয়মান সাদিক বর্তমানে দেশের অন্যতম অনুপ্রেরণাদায়ী তরুণ আইকন, যিনি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে গণমুখী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *