বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজয় দিবস উদযাপন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করেছে। অদ্য ১৬ ডিসেম্বর, ২০২৩, শনিবার, সকাল ৯:০০ টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল মান্নান চৌধুরী।

.

শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অনুষদের হেড, অতিরিক্ত রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উপস্থিত সকলে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে ইউনিভার্সিটির গুলশানস্থ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *