
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে চালা আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সামনে দাড়িয়ে বক্তব্যের মাধ্যমে বেলকুচি কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’-এর কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলার ৮৪টি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপদেষ্টা কমিটির সভাপতি আমিনুল ইসলাম।
এ সময় বক্তৃতা করেন বেলকুচি কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপদেষ্টা আবুল হোসেন ও আঃ খালেক, যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম এবং সদস্য আমানুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, “সরকারের এই সিদ্ধান্ত একপাক্ষিক, বৈষম্যমূলক এবং শিক্ষা সমতার পরিপন্থী। কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই সমান সুযোগ পাওয়ার অধিকার রাখে।” তারা আরও বলেন, “শিক্ষার ন্যায্যতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সমান দৃষ্টিতে দেখতে হবে।”
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণায় বাধ্য হবো।”
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে জানায়, ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি এবং স্বীকৃত রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ফলে কিন্ডারগার্টেন ও অনানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।