দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর ১ম গ্রুপের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ২ হাজার ৪ শত ৯৭ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বরিশাল, সিলেট, রংপুর বিভাগের প্রার্থীরা।
উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখতে পারবেন। এছাড়াও মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে প্রার্থীদের জানানো হবে।
এর আগে ২০২৩ সালের ৮ ডিসেম্বর দেশের ৩ বিভাগের ১৮ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলো ৩ লাখ ৬০ হাজার ৬শ ৯৭ জন। এবারের লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩ শত ৩৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এবারের পরীক্ষা গ্রহণ করা হয়েছে মোট ৫৩৫টি কেন্দ্রে। এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।