শনিবার, অক্টোবর ১১

প্রথম রোজার সেহরি ঠিক মতো খেতে পারেননি গাজাবাসী

|| আন্তর্জাতিক ডেস্ক ||

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় পবিত্র মাহে রমজানের প্রথম রাতটি ছিল দুর্ভোগপূর্ণ। সেখানে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হয় পবিত্র রমজান মাস।

এদিন রাতে প্রথম সেহরি খাওয়ার প্রস্তুতি নেন তারা। তবে ঠাণ্ডা আবহাওয়া ও বৃষ্টির কারণে ঠিকমতো সেহরি খেতে পারেননি গাজাবাসী।

গোটা বিশ্ব যখন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রমজান পালন করছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় তখন নানামুখী দুঃখ, কষ্ট আর শত ক্লেশ নিয়ে এ মাস পার করবে। খবর আনাদোলুর।

ফিলিস্তিনে যুদ্ধের বাজনা এখনো পুরোপুরি থামেনি। চলমান যুদ্ধবিরতি যে স্থায়ী হবে তারও বিন্দুমাত্র গ্যারান্টি নেই। কখন কী ঘটে তা নিয়ে মানুষ উদ্বিগ্ন। সবার একটাই ভয়, হয়তো যুদ্ধ আবার ফিরে আসবে!

গত বছরের যুদ্ধের ভয়াবহতা এখনো তাদের স্মৃতিপটে দোলা দেয়। এখনো ট্রমায় আছেন গাজার মানুষ। সেই ভয়াল স্মৃতি বিস্মৃত হয়নি।

২০২৪ সালেই শুধু যুদ্ধের মধ্যে তারা রোজা কাটাননি। এর আগেও রমজান মাসের বহু রাতে গাজায় বোমা হামলা হয়েছে। গাজাবাসীর অনেক রাত অতিক্রান্ত হয়েছে ভয় আর বুকভরা কষ্ট নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *