সোমবার, জানুয়ারি ১২

প্রথম কাজ হবে বিল ডাকাতিয়া অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান: লবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি বলেছেন, বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল। দেশের প্রতিটি ধর্মীয় উৎসবে জনগণের পাশে থেকে সহযোগিতা করেছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এবং জনগণ তাকে সরাসরি ভোটে নির্বাচিত করলে প্রথম কাজ হবে বিল ডাকাতিয়া অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডসহ একাধিক মন্দির প্রাঙ্গণে উঠান বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই ইউনিয়নের সন্তান হিসেবে এলাকার উন্নয়ন ও দেখাশোনার দায়িত্ব আমি নিচ্ছি। আশাবাদী হয়ে বলছি, যদি আপনারা আমাকে প্রতিনিধি নির্বাচিত করেন, তবে প্রতিজ্ঞা করে বলছি, এই অঞ্চলে এমন একটি মন্দির নির্মাণ করবো, যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীদের ঢল নামবে। পাশাপাশি এখানের শ্মশান ঘাটটি সুন্দরভাবে সংস্কার করার উদ্যোগ নেব।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *