বৃহস্পতিবার, অক্টোবর ১৬

প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে ধ্বংসের দ্বারপ্রান্তে বাংলাদেশ -মেজর অবঃ হাফিজ

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, কিছু সংখ্যক রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। কেউ কেউ পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বাবচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধিনে সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ এসেছে, কিন্তু তা নিয়েও গভীর ষড়যন্ত্রে যোগ দিয়েছে কিছু রাজনৈতিক দল। কারণ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে অনেকের কর্তৃত্ব চলে যাবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ এসব কথা বলেন।

মেজর অবঃ হাফিজ আরো বলেন, গত ১৭ বছর জনগণের ভোটাধিকার ছিলনা। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হয়েছিল। বিএনপির স্বপ্ন সুন্দর শান্তিপূর্ণ একটি বাংলাদেশ।

শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ঝান্টুর সভাপতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, সহসভাপতি হাসান মাকসুদুর রহমান, মহিউদ্দিন জুলফিকার,শাহ মোঃ শাহিন সাজী, শাখাওয়াত হোসেন হাওলাদার,জাকির হোসেন মনু, এ্যাডভোকেট খালিদ মোঃ মিরাজ হোসেন, মামুনুর রশিদ, হাসান সাফা পিন্টু, মিজানুর রহমান পাটোয়ারী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *