মঙ্গলবার, এপ্রিল ২৯

প্রতারক চক্রের কবলে রাবি শিক্ষার্থী

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||

ক্রিপ্টোকারেন্সি ও ডলার লেনদেনের নামে সংঘবদ্ধ প্রতারণা চক্রের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান। তাঁর জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, হল কার্ড এবং ব্যক্তিগত ছবি চুরি করে একটি চক্র ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালাচ্ছে এবং ভুয়া আইডিগুলো ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা জানান।

লিখিত বক্তব্যে মুশফিক বলেন, গত কয়েক মাস ধরে একটি প্রতারক চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমার পরিচয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত ছবি ব্যবহার করছে। ফেসবুক পেজ, গ্রুপ ও হোয়াটসঅ্যাপে আমার নামে ভুয়া প্রোফাইল খুলে ক্রিপ্টোকারেন্সি ও ডলার লেনদেনের নামে সাধারণ মানুষকে প্রতারিত করছে। এসব প্রতারণার কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষের রোষানলে পড়তে হচ্ছে। ভুক্তভোগীরা আমাকে ফোনে হুমকি দিচ্ছেন, গালাগালি করছেন। এমনকি আমার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছে।

মুশফিক আরও জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর তিনি ক্যাম্পাসে অবস্থানকালে জানতে পারেন তার পরিচয় ব্যবহার করে এক প্রবাসীর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি জানার পরই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অবহিত করেন এবং পরদিন ৯ অক্টোবর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ সময় তার নামে পরিচালিত ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণামূলক কার্যক্রম থেকে সতর্ক থাকতে বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *