
|| জেলা প্রতিনিধিঃ জামালপুর ||
জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভায় রাজ্জাক নামের এক যুবক পৌরসভার চাকরি পাওয়ার জন্য পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ করেছেন। তার দাবি, তিনি চাকরি পাওয়ার প্রক্রিয়ায় নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিয়েছেন এবং এ বিষয়ে উপযুক্ত প্রমাণও রয়েছে। এ বিষয়ে রাজ্জাক ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমিন এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার মতে, তাকে ফাঁসানোর জন্য এই ধরনের অভিযোগ আনা হয়েছে। এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যেখানে তিনি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, চাকরির নিয়োগের সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই, সেহেতু কোনো ধরনের আর্থিক লেনদেনের কোনো সুযোগই নেই।
বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রশাসন উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।